কাস্তুল ইউনিয়নস্থ মসজিদজামে আজ ১৫/১২/২০১৪ইংসকাল ৯.৪৫মিনিটের সময় অষ্টগ্রাম মৎস্যজিবী সমবায় সমতির অফিসে ভয়াবহ অগ্নিকান্ড ঘঠেছে।জানা যায় মোঃ লিয়াকত মিয়ার তুলার মেশিন হইতে এই আগুনের সুত্রপাত ঘটে, মোঃ লিয়াকত মিয়া তুলার গুডাউন হিসাবে অষ্টগ্রাম মৎস্যজিবী সমবায় সমতির অফিসের দুইটি ঘর দখল করে রাখে এবং তুলা পসেস করার মেশিন হইতে এই আগুনের লালাহা দুটি ঘর পুরেছাই হয়ে যায়।এলাকার লোকজণ এসে আগুন নিবানোর জন্য যার যা ছিল তা নিয়ে এসে অনেক কষ্টের পরে আগুন নিবানো নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে আগুনের খয়খতির পরিমান জানা যায়নি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস