শিরোনাম
কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম,মিঠামইন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ
বিস্তারিত
আমাদের কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম,মিঠামইন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্টান আগামী ১০ জুলাই ২০১৬ খ্রীঃ রোজ রবিবার দুপর ১২.০০ ঘটিকায় মাননীয় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্টিত হবে । শপথ বাক্য পাঠ করাবেন, সু যোগ্য জেলা প্রশাসক জনাব, মোঃ আজিমুদ্দিন বিশ্বাস মহোদয় ।
পত্রের স্মারক নং ৪৬.৪১.৪৮০০.০১০.২০১৩-২২০
সে মতে আমাদের ২নং কাস্তুল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবকে শপথ গ্রহণের প্রত্র দেওয়া হয়েছে ।