Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য বেলা ১১.০০ ঘটিকায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২নং কাস্তুল
বিস্তারিত

অদ্য বেলা ১১.০০ ঘটিকায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২নং কাস্তুল ইউনিয়নের নব নির্বাচিত পরিষদের ১ম অধিবেশন ও সুধী সমাবেশ অনুষ্টিত হয় । অনুষ্টানের প্রধান অতিথির আসন গ্রহণ করে, এবং যথা রিতী মোতাবেক বিশেষ অতিথিসহ সভাপতির আসন গ্রহণ করেন । অনুষ্টান পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান খান, সচিব,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হায়দারী,সভাপতি, উপজেলা আওয়ামীলীগ,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । বিশেষ অতিথি জনাব এম এ রহিম,সভাপতি,কাস্তুল ইউনিয়ন আওয়ামীলীগ শাখা,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক সত্যব্রত দেব রায় ( মরু বাবু ) দৈনিক প্রথম আলো অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । মোঃ আনোয়ার উদ্দিন নাছির খন্দকার,সভাপতি, কাস্তুল ইউনিয়ন যুবলীগ শাখা,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । আরও অন্যান্য এলাকার গন্যমান্য ব্যক্তি ইউনিয়নের উন্নয়নের স্বার্থের গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন । পরিশেষে বক্তিতা রাখেন অনুষ্টানের সভাপতি ও চেয়ারম্যান ২নং কাস্তুল ইউনিয়ন পরিষদ,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । তিনি পরিষদের সকল কিছু জনগনের জবাব দিহীতার আওতায় আনার এক যুগান্ত কারী পদক্ষেপ গ্রহণ করেছেন, প্রতি ৩ মাস পর-পর জনগনের প্রশ্ন পর্বের অনুষ্টানের ঘোষনা করেন, আরও বলেন যে কাস্তুল ইউনিয়ন’কে ডিজিটাল ও মডেল ইউনিয়ন করার ভদ্ধ পরিকর। সব শেষে ডিজিটাল সেন্টার পরিচালনার খোজ খবর ও দিক নির্দেশনা দেন উদ্যোক্তা’কে ।

প্রচারেঃ

মোঃ ফারুক ভুইয়া

উদ্যোক্তা

কাস্তুল ইউডিসি

অষ্টগ্রাম,কিশোরগঞ্জ।

ডাউনলোড
ছবি