১৫৬০ খ্রিস্টাব জীন ডি ব্যারোসের মানচিত্র
১৬৬২ খ্রিস্টাব ম্যানসন ডি অবাবিলের মানচিত্র
সর্বশেষ ১৭৭৯ খ্রিস্টাব মেজর রেনেলের জরিপ করা মানচিত্রে এখানকার (কাস্তুলের ) অবস্থান দেখানো হয়েছে ।
(মানচিত্রটি ঢাকা বাংলা একাডেমিতে সংরক্ষিত আছে) দ্বাদশ শতাব্দিতে অনন্ত দত্ত নামে এক কায়েস্ত প্রথমে কাস্তুলে বসতি স্থাপন করেন, যার নামানুসারে “কায়েস্থল” বা কাস্তুল নামকরণ ।
১৫৭৫-৭৬ খ্রিস্টাবে ভাটির রাজ্যের প্রতিষ্ঠাতা ঈশাখা এখানে মুঘলদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন । ঈশাখা আর মুঘল সেনাপতি মানসিংহের যুদ্ধ সংঘঠিত হয়েছিল ।
এই স্থানটিতে প্রখ্যাত ঐতিহাসিক “হিটটি” এই যুদ্ধকে Battle of Kastul বলে অবহিত করেছেন ( আকবর নামা অনুযায়ী ১৫৭৬ খ্রিস্টাবে মুঘল নৌ বাহিনীর এডমিরাল খানজাহান নৌ যুদ্ধে ঈশাখা কে পরাজিত করে। ঐতিহাসিক তৈফুরের ভাষায় “ In 1575 that year Army Khan Jahan Occupied Austagram by defeating Isha Khan”
“In a Naval Battle” In Kastul
কাস্তুলে ঈশাখার সঙ্গে মুঘলদের যুদ্ধ ঐতিহাসিক ভাবে স্বীকৃত ।
তথ্য সূত্র সংগ্রহে
জনাব সাইফুল হক (রন্টি)
চেয়ারম্যান
কাস্তুল ইউনিয়ন পরিষদ
অষ্টগ্রাম,কিশোরগঞ্জ ।
মোবাইলঃ ০১৭১৩৩৭২২২০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস