কাস্তুল ও ভাতশালা রাস্তা, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৫/৬০০ মানুষের যাতায়ত হয়ে থাকে। বৈশাখ মাসে দুই গ্রামের উৎপাদিত ধানসহ সকল ধরণের কৃষি পূন্য যাতায়তের একমাত্র রাস্তা কাস্তুল ভাতশালা রাস্তা । ঋতু রাজ বসন্তে এই রাস্তা টির দু পাশে এক অপরূপ প্রকৃতির সৌন্দর্যের সৃষ্টি হয়। এই মনোরম দৃশ্য নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না । আমাদের ভাটির এলাকাতে প্রকৃতির রূপ একেক সময় একেক রূপ নেয়। আবার বর্ষা কালে এই রাস্তা টি সম্পোর্ন ভাবে পানিতে তলিয়ে যায়, এ সময় শুধু পানি আর পানি দেখা যায় ,জেলেরা মাছ ধরে । আবার হেমন্ত মাসে বর্ষার পানি চলে যায় কৃষক ব্যস্থ হয় ধান ফসল উৎপাদন করার কাজে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস