Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কাস্তুল জিরো পয়েন্ট
স্থান

কাস্তুল ইউনিয়নের দর্শনীয় স্থান

কিভাবে যাওয়া যায়
কিশোরগঞ্জ জেলা শহর হইতে ট্রেন যোগে কুলিয়ার চর হিতে লঞ্চ কিংবা নৌকায় কাস্তুল ঘাটে উপজেলা হইতে রিক্সা অথবা নৌকায়
যোগাযোগ

জনাব সাইফুল 

বিস্তারিত

মহামাণ্য রাষ্ট্রপতির স্বপ্নের ভাটি 

ভাটির রানী হচ্ছে আমাদের অষ্টগ্রাম উপজেলা, এই উপজেলার প্রবেশদ্বার হচ্ছে কাস্তুল ইউনিয়ন। বর্তমানে মহামন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের স্বপ্নের রাস্তা অষ্টগ্রাম মিঠামইন অলওয়েদার রোড, যে রাস্তা টি সম্পূর্ণ হাওরের মধ্যদিয়ে মিঠামইন ও ইটনা উপজেলা সংযুক্ত রয়েছে, এই রাস্তার মনোরম সন্দর্য্য দেখার জন্য পর্যটক প্রিয় ভাই/বোনের প্রতি দিন এখানে ভির জমাচ্ছেন শত শত পর্যটকগণ

 

কাস্তুল ইউনিয়নের দর্শনিয় স্থানের মধ্যে বর্তমানে মসজিদ জাম টুক হইতে বাহাদুর পুর এর ঈদ্গাহ মাট পর্যন্ত সরক ও জনপথ কর্তৃক রাস্থা কাম গ্রাম প্রতিরক্ষা বাদ নির্মাণ এর ফলে বর্ষাকালে এক মনোরম দৃশ্য এবং বিকাল বেলা অনেক দুরের গ্রাম হইতে এই স্থানে হাজারো মানুষের এক মিলন মেলায় পরিনত হয়। তাই এই স্থানটি অষ্টগ্রাম উপজেলার মধ্যে দর্শনীয় স্থানের প্রথম অবস্থানে আছে ।

 এছাড়া ইতিহাসের পাতায় ঈশাখা মানসিংহের যুদ্ধ হয়েছিল আমাদের এই কাস্তুল গ্রামে হয়েছিল।

     

  মসজিদ জাম মৌলবী বাড়ী জামে মসজিদদর্শনীয় স্থান এর বিশেষ জায়গায়