ঘণ খুয়াষার কারণে অষ্টগ্রাম হইতে কুলিয়ার চর ও ভৈরবগামী লঞ্চ বা নৌকা চলাছ বিঘ্ন,যাত্রী সাধারণের চরম দুর্ভোগে কারণ যথাসময়ে গন্তব্য স্থানে পৌচাতে পারেনি । এই সমস্যার সমাধানের জন্য অষ্টগ্রাম-উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) স্যার, এর উদ্ধেগে অষ্টগ্রাম হইতে বাজিত পুর মহা সড়কের মাঝে মধ্যে নদীতে ফেরীর ব্যবস্থা করে যানচলাছলের সু-ব্যবস্থা করেছেন, এবং অষ্টগ্রাম-উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের সকল মসজিদের মাইক এর মাধ্যমে প্রচার করেছেন যে, কারানল নদীতে ফেরীর ব্যবস্থা ও রিক্সা,টেম্পো চলাছলের সকল কাজ ইতিমধ্যে শেষ করেছেন । তাই আসুন এখন থেকে অষ্টগ্রাম হইতে বাজিত পুর মহা সড়কের যাত্রার সুবিধা ও আনন্দ উপভোগ করি ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS