Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাননীয় প্রধানমন্ত্রী দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না মর্মে ঘোষণা করেছেন
Details

একটি বিশেষ ঘোষণা
মাননীয় প্রধানমন্ত্রী দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না মর্মে ঘোষণা করেছেন । উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে "সবার জন্য বাসস্থান" নিশ্চিত করার লক্ষে আগামী ২১/০৬/২০১৬খ্রীঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় ২নং কাস্তুল ইউনিয়নের প্রকৃত গৃহহীন পরিবার বাছাই করা হবে । গৃহহীন বাছাই কার্যক্রমে ২নং কাস্তুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো । উপস্থিতির সময় ভোটার আইডি কার্ড ও বাড়ী তৈরি করার মত জমির দলিল/কাগজ সঙ্গে আনতে হবে ।
গৃহহীন বলতে -
১। যার কোন জমি ও ঘর নেই ।
২। যার ১-১০ শতাংশ জমি আছে কিন্তু ঘর নেই অথবা জরাজীর্ন ঘরে বসবাস করে ।

 

অনুরোধক্রমে
মোহাম্মদ মোহসীন উদ্দিন
উপজেলা নির্বাহী অফিসার
অষ্টগ্রাম,কিশোরগঞ্জ ।

Images
Attachments