Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
একটি বিশেষ ঘোষণা
Details

মাননীয় প্রধানমন্ত্রী দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না মর্মে ঘোষণা করেছেন । উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে "সবার জন্য বাসস্থান" নিশ্চিত করার লক্ষে আগামী ২১/০৬/২০১৬খ্রীঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় ২নং কাস্তুল ইউনিয়নের প্রকৃত গৃহহীন পরিবার বাছাই করা হবে । গৃহহীন বাছাই কার্যক্রমে ২নং কাস্তুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো । উপস্থিতির সময় ভোটার আইডি কার্ড ও বাড়ী তৈরি করার মত জমির দলিল/কাগজ সঙ্গে আনতে হবে ।
গৃহহীন বলতে -
১। যার কোন জমি ও ঘর নেই ।
২। যার ১-১০ শতাংশ জমি আছে কিন্তু ঘর নেই অথবা জরাজীর্ন ঘরে বসবাস করে ।

 

অনুরোধক্রমে
মোহাম্মদ মোহসীন উদ্দিন
উপজেলা নির্বাহী অফিসার
অষ্টগ্রাম,কিশোরগঞ্জ ।

Attachments