Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কাস্তুল ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬
Details

কাস্তুল ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬

১৫-০২-২০১৬খ্রীঃ তারিখ রোজ সোমবার সকাল ১০.০০ঘটিকার সময় ২নং কাস্তুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জনাব সাইফুল হক রতন সাহেবের সভাপতিত্বে কাস্তুল ইউনিয়স্থ সকল প্রাথমক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়, এবং অনুষ্ঠান পরিচালনার বিষয়ে আলোচনা-পর্যালোচনা করে সর্ব সম্মতিক্রমে নিম্ন রর্ণনা অনোযায়ী সিদ্ধান্তে উপনিত হয়।

স্থানঃ ২নং কাস্তুল ইউনিয়ন পরিষদ সভা কক্ষ ।

সভা শুরু ও শেষের সময়ঃ সকাল ১০.০০ ঘটিকা হইতে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত ।

সভায় উপস্থিত সদস্যগণের নাম ও পরিচয়ের বর্ণনা

০১। সাইফুল হক রতন-চেয়ারম্যান

২। মোঃ কামরুজ্জামান খান-সচিব

৩। এস.এম.মহিব্বুর রহমান-প্রধান শিক্ষক

৪। শহিদুল হক খন্দকার -প্রধান শিক্ষক

৫। মোঃ রফিকুল ইসলাম-প্রধান শিক্ষক

৬। মোঃ হান্নান মিয়া-প্রধান শিক্ষক 

৭। শাহানা বেগম -প্সহকারী শিক্ষক

৮। মোঃতৌফিকুল ইসলাম-সদস্য সচিব ও  প্রধান শিক্ষক

আলোচ্য বিষয়ঃ

১।  ২নং কাস্তুল ইউনিয়ন আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন প্রসঙ্গ ।

২। বিবিধ ।

               

                অদ্য কার সভা ২নং কাস্তুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জনাব সাইফুল হক রতন সাহেবের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতেই সভাপতি সাহেব উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন।

১। আলোচ্য সূচী মোতাবেক সদস্য সচিব জনাব মোঃ তৌফিকুল ইসলাম সাহেব বলেন যে, উপজেলা শিক্ষা অফিসের নির্দেশ মোতাবেক আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২০-০২-২০১৬খ্রীঃ অথবা ২৩-০২-২০১৬খ্রীঃ এর মধ্যে সমাপ্ত করিতে হবে বললেন উপস্থিত সবাইকে অবহিত করেন। তারপর মসজিদজাম আদর্শ সরকারী প্রাথমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকের সমর্তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ২০-০২-২০১৬খ্রীঃ এবং ক্রীড়া অনুষ্ঠান ২০-০২-২০১৬খ্রীঃ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তাছাড়া বিবিধ আলোচনায় চেয়ারম্যান সাহেব বলেন যে, অনুষ্ঠানের যাবতীয় পুরুস্কার ও অন্যান্য খরচ বহনএবং কাস্তুল ইউনিয়স্থ সকল প্রাথমক বিদ্যালয়ের অতিদরিদ্র ছাত্র/ছাত্রীদেরকে শিক্ষা উপকরণসহ খেলা-দুলার সামগ্রী বিতরণ করিবেন বলে মতামত পেশ করেন।

                সভায় আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন ।         

Attachments
Image