অদ্য বেলা ১১.০০ ঘটিকায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২নং কাস্তুল ইউনিয়নের নব নির্বাচিত পরিষদের ১ম অধিবেশন ও সুধী সমাবেশ অনুষ্টিত হয় । অনুষ্টানের প্রধান অতিথির আসন গ্রহণ করে, এবং যথা রিতী মোতাবেক বিশেষ অতিথিসহ সভাপতির আসন গ্রহণ করেন । অনুষ্টান পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান খান, সচিব,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হায়দারী,সভাপতি, উপজেলা আওয়ামীলীগ,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । বিশেষ অতিথি জনাব এম এ রহিম,সভাপতি,কাস্তুল ইউনিয়ন আওয়ামীলীগ শাখা,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক সত্যব্রত দেব রায় ( মরু বাবু ) দৈনিক প্রথম আলো অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । মোঃ আনোয়ার উদ্দিন নাছির খন্দকার,সভাপতি, কাস্তুল ইউনিয়ন যুবলীগ শাখা,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । আরও অন্যান্য এলাকার গন্যমান্য ব্যক্তি ইউনিয়নের উন্নয়নের স্বার্থের গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন । পরিশেষে বক্তিতা রাখেন অনুষ্টানের সভাপতি ও চেয়ারম্যান ২নং কাস্তুল ইউনিয়ন পরিষদ,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ । তিনি পরিষদের সকল কিছু জনগনের জবাব দিহীতার আওতায় আনার এক যুগান্ত কারী পদক্ষেপ গ্রহণ করেছেন, প্রতি ৩ মাস পর-পর জনগনের প্রশ্ন পর্বের অনুষ্টানের ঘোষনা করেন, আরও বলেন যে কাস্তুল ইউনিয়ন’কে ডিজিটাল ও মডেল ইউনিয়ন করার ভদ্ধ পরিকর। সব শেষে ডিজিটাল সেন্টার পরিচালনার খোজ খবর ও দিক নির্দেশনা দেন উদ্যোক্তা’কে ।
প্রচারেঃ
মোঃ ফারুক ভুইয়া
উদ্যোক্তা
কাস্তুল ইউডিসি
অষ্টগ্রাম,কিশোরগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS